নাটোরে মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ


নাটোর প্রতিনিধি : নাটোরের অমর ২১শে ফ্রেরুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কানাইখালী কেন্দীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
জেলা প্রশাসন আয়োজনে কানাইখালী চত্বর শহীদ মিনার রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ।
পরে সুশৃংখলভাবে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসন মো: শামীম আহমেদ,পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাগন পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।