নাটোর প্রতিনিধি: বিএনপি জামায়েতের মহাসমাবেশের নামে পুলিশের ওপর হামালা চালিয়ে পুলিশ হত্যা , প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সাংবাদিকের উপর হামলা, পুলিশ হাসপাতাল ও গাড়িতে অগ্নি সংযোগ সহ সাধারণ জনগনের জানমালের ক্ষতি সাধনের প্রতিবাদে নাটোরে পৌর আওয়ামীলীগের উদ্যেগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার নাটোর প্রেসক্লাবের সামনে পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুলের সভাপতিতে সমাবেশ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহ-সভাপতি সাবেক প্রতিমন্ত্র আহাদ আলী সরকার, সহ সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরি জলি, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু , যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, জেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আফরোজ শিল্পীসহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিএনপি জামায়াত আবারো ২০১৪ সালের মতো অগ্নি সন্ত্রাস শুরু করেছে। তাদের প্রতিহিত করার জন্য জেলা আওয়ামীলীগ সর্বদা প্রস্তুত রয়েছে। নাটোরে বিএনপির কোন নেতা কর্মিকে আর সহিংসতা করতে মাঠে নামতে দেওয়া হবে না।