নাটোরে সাঁঁতার প্রতিযোগীতা সমাপনী ও পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নাটোর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং নাটোর ছাতনী উচ্চ বিদ্যালয় এর সহযোগিতায় নাটোর সদর উপজেলায় অনূর্ধ্ব-১৬ বালকদের সাঁতার প্রতিযোগীতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১০ টায়  ছাতনী উচ্চ  বিদ্যালয়ের হলরুমে আনন্দঘন পরিবেশে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শাহাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নারায়ন চন্দ্র প্রামাণিক, প্রধান শিক্ষক, ছাতনী উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় সার্বিক দায়িত্ব পালন করেন বিভিন্ন প্রতিষ্ঠানের চার জন শরীরচর্চা শিক্ষক ।