
শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। সবার আগ্রহের কথা ভেবেই জয়ের নামে ফেসবুকে পেজ চালু করেছেন মা অপু বিশ্বাস। সেখানেই মেলে জয়ের সব আপডেট। জয়কে নিয়ে ভক্তরা ভাবেন বাবার মতোই হয়তো নায়ক হবে সে। কিন্তু জয়ের ইচ্ছে নায়ক নয়। তবে অপু বিশ্বাসের চাওয়া জয় ডাক্তার হবে।
জয়কে নিয়ে শাকিব খানের ইচ্ছে সম্পর্কে অপু বলেন, শাকিবের ইচ্ছা জয় মানুষের মতো মানুষ হোক। সে যেন একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে সবসময় এটাই বলে। আর জয় যা হতে চাইবে তাতে তার আপত্তি নেই। ওর দাদা-দাদির কথাও একই, জয় সবার আগে একজন ভালো মানুষ হবে।
প্রসঙ্গত, বাংলাদেশের স্টারকিডদের নিয়ে তেমন আলোচনা হয় না। তবে শাকিব-অপু দম্পতির সন্তান জয়কে নিয়ে বেশ মাতামাতি করতে দেখা যায়। তার জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। এরই মধ্যে তাকে স্কুলে ভর্তি করেছেন তারা বাবা-মা। সে বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’তে পড়ছে। অপু বিশ্বাস নিজেই ছেলেকে স্কুলে নিয়ে যান। ছেলেকে পড়ালেখায় আগ্রহী করে তুলতে তার চেষ্টার অন্ত নেই।