নায়করাজ রাজ্জাকের পরিবারে এবার করোনার হানা


ঢালিউডের প্রয়াত নায়করাজ রাজ্জাকের পরিবারে এবার লভেল করোনা ভাইরাস হানা দিয়েছে। রাজ্জাকের স্ত্রী ছাড়া পরিবারের বাকি সবার করোনার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে গেল কয়েকদিন ধরেই আইসোলেশনে আছেন রাজ্জাকপুত্র চিত্রনায়ক বাপ্পারাজ।

তিনি জানান, পরিবারে একমাত্র তার আম্মা এখন পর্যন্ত সুস্থ আছেন। এছাড়া তার ভাই সম্রাটসহ তাদের স্ত্রী-সন্তান, এমনকি গৃহপরিচারিকাও করোনায় আক্রান্ত। গত কয়েকদিন ধরে সবাই আইসোলেশনে আছেন।

বাপ্পারাজ আরও বলেন, ‘আমরা সবাই চিকিৎসকের পরামর্শ মতো হোম আইসোলেশনে আছি। সবার শারীরিক অবস্থা ভালো। আম্মা আপাতত ক্যান্টনমেন্টে বোনের বাসায় আছেন। সবার কাছে দোয়া চাই, যেন দ্রুত আমরা সুস্থ হয়ে ফিরতে পারি।’

দেশে করোনা সংক্রমণের শুরু থেকে বাসার সবাই খুব সতর্ক হয়ে ও স্বাস্থ্যবিধি মেনে চললেও শেষ রক্ষা হলো না।

বাপ্পারাজ বলেন, ‘আমরা যতটা সতর্ক থাকা যায় শুরু থেকেই ছিলাম। তারপরও কীভাবে কি হলো বুঝতে পারছি না। করোনাকে কেউ হালকাভাবে নেবেন না। সবাই সতর্ক থাকবেন।’