২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখা জান্নাতুল নাঈম এভ্রিল শুরু থেকেই ছিলেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সেই প্রতিযোগিতায় বিয়ের তথ্য গোপন করে বিজয়ীর মুকুট হারিয়েছিলেন এই দেশি সুন্দরী।
এরপর বিগত বছরগুলোতে বিভিন্ন মিউজিক ভিডিও ও ছোটপর্দায় কাজ করেন এভ্রিল। তবে বেশ কয়েকবার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েও তাতে নারাজি জানান তিনি।
অবশেষে সেই এভ্রিলই ‘না’ বলে দিয়েও সায় দিলেন। তরুণ নির্মাতা সৈকত নাসিরের ‘ক্যাশ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এভ্রিল। এতদিন ‘না না’ বললেও শেষ পর্যন্ত রাজি হয়েছেন তিনি। ছবিটিতে চুক্তি স্বাক্ষরও করে ফেলেছেন তিনি।
গতকাল রবিবার অ্যাকশনধর্মী এ ছবিতে চুক্তিবদ্ধ হন এভ্রিল।
বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সৈকত নাসির জানিয়েছেন, ছবিটিতে বিশেষ চরিত্রে ধরা দেবেন এভ্রিল। যেখানে মূল নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরি। এছাড়াও ‘ক্যাশ’ ছবিতে সাঞ্জু জন, এল আর খান সীমান্ত, ফারহান খান রিও ও জন জাহিদসহ আরও অনেককেই দেখা যাবে।
আগামী ৪ জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা জানিয়েছেন নির্মাতা।