
সারাদিন ব্যাপী এবারের আসরে গতকাল স্থানীয় সময় ২৪শে সেপ্টেম্বর ২০২৩ নিউইয়র্কের লং আইল্যান্ডে অবস্থিত লেভিটটাউন হলে জমকালো থিয়েটার উৎসবে একই দিনে পরপর দুটি নাটকে অসামান্য অভিনয় দক্ষতায় এ পুরস্কার পেলেন তিনি।
উৎসব সমাপনী পর্বে হল ভর্তি দর্শকের উপস্থিতিতে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশের বরেণ্য নাট্য ব্যক্তিত্ব ও একুশে পদক প্রাপ্ত অভিনেতা জনাব আবুল হায়াত ও তার স্ত্রী মাহফুজা খাতুন শিরিন।
এর আগে এ দিন বিকেলে নাট্যসংগঠন ‘কৃষ্টি’ প্রযোজিত ও জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা কালজয়ী নাটক ‘রাজা ঈদিপাস’ এ গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় এবং একইদিন সন্ধ্যায় নাট্যসংগঠন ‘শিল্পাঙ্গন’ প্রযোজিত ও
নজরুল ইসলাম নির্দেশিত অনুবাদের নাটক ‘জমা খরচ ইজা’ তে বিশেষ চরিত্রে মূকাভিনয়ে অংশ নেন গুণী এ অভিনেতা ও ব্ল্যাকফ্লেইম থিয়েটার প্রধান তানভীর শেখ।
বর্তমানে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ট্রাইন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এ শিল্পী থিয়েটার অঙ্গনে কাজ করে চলেছেন ১৫ বছরেরও বেশি
সময় ধরে এবং দেশ বিদেশের উল্লেখযোগ্য ফেস্টিভ্যালে অংশগ্রহনের পাশাপাশি পেয়েছেন জাতীয় এ অন্তর্জাতিক পুরস্কার ও অসংখ্য সন্মাননা।