
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে নিয়মিত রুটিন মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মোরশেদ।
ইউএনও প্রতিবেদককে বলেন, উপজেলায় বেসরকারি হাসপাতালগুলোকে (ক্লিনিক) রোগীর সুচিকিৎসার ব্যবস্থা, মানসম্মত পরিবেশ ঠিক রাখার জন্য বলা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুব আলম ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রণব কুমার শাহা। এ সময় থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।