নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে জামায়াতের সাবেক আমিরসহ দুই জনকে গ্ৰেফতার করেছে থানা পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতার মামলার থাকায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে (১৫ আগস্ট) নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্ৰেফতাররা হলেন-উপজেলার বালাহৈর গ্ৰামের নূর মোহাম্মদ মন্ডলের ছেলে মোহাম্মদ মাইনুল ইসলাম মিনু (৪৫) ও চৌরা সমাসপুর আড্ডা এলাকার মোহাম্মদ আমিরুল ইসলামের ছেলে মোহাম্মদ নাসিমুজ্জামান (২৭)।
গ্ৰেফতার মোহাম্মদ মাইনুল ইসলাম মিনু উপজেলার জামায়াতের সাবেক আমির এবং নওগাঁ জেলার সহকারী সেক্রেটারি দায়িত্বে ছিলেন এবং মোহাম্মদ নাসিমুজ্জামান জামায়াত সমর্থক ছিলেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আগে থেকেই নাশকতার মামলা ছিল। দীর্ঘদিন যাবত তারা বলতো থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্ৰেফতার করা হয় এবং আজকে সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।