নিয়ামতপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার আরও ৫


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে রাষ্ট্রীয় সম্পদের কার্যক্ষমতা ও কার্যকরিতা ব্যহত এবং ক্ষতি সাধনের পরিকল্পনা ও ষড়যন্ত্র করার অপরাধে আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর দরগাপাড়া গ্রামের সহিতাব আলী (৪০) ও শ্রীমন্তপুর মৃধাপাড়া গ্রামের শহিদুল ইসলাম সেন্টু(৪৫), পাঁড়ইল ইউনিয়নের সুলতান পুর গ্রামের তৌহিদুর রহমান (৫৬), পাঐল গ্রামের শিশুবর রহমান (৪২) এবং বাহাদুরপুর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের গোলাপ (৩৫)।
ওসি আরও জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।