
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রসুলপুর ইউনিয়নের টগরইল পূর্বপাড়া গ্রামের ইউসুফ আহমেদ ওরফে রুবেল (২৭), শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর (সরকার পাড়া) গ্রামের আবুল কালাম ওরফে আবুল হোসেন (৪৫) এবং সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের আজিবর রহমান (৪৪)।
এ প্রসঙ্গে জানতে চাইলে নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।