নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই নির্বাচন নিয়ে দুঃশ্চিন্তায় মার্কিনীরা ভিসানীতি প্রয়োগ করেছে: মেনন


নাটোর প্রতিনিধি: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, “ নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই নির্বাচন নিয়ে দুঃশ্চিন্তায় মার্কিনীরা ভিসানীতি প্রয়োগ করেছে। এটা যেন ঝিকে মেরে বউকে শেখানোর সামিল।

তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে করে তাদের কাছে নতজানু হয়,তাদের ইন্দোপ্যাসিফিক নীতি মেনে নেয়,বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে। এদেশের মানুষককে সপ্তম নৌবহর পাঠিয়ে ভয় দেখানো যায়নি।

এই দেশের মানুষই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছেন। কারো হুকুম জারিতে নয়,এদেশের জনগণ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে। শহীদ কমরেড আব্দুস সালাম আখ চাষীদের প্রাণের নেতা, শ্রমজীবী মানুষের নেতা।

কমরেড আব্দুস সালামের অসমাপ্ত কাজ শেষ করতে লড়াই চালিয়ে যেতে হবে। আখ চাষীদের মৌলিক অধিকারে মিল কতৃপক্ষ ও প্রশাসন কোন ভাবেই হস্তক্ষেপ করতে পারবেন না। চাষীদের আখের বকেয়া টাকা ফিরিয়ে দিতে হবে। চিনিকলকে আধুনিকায়ন ও বহুমুখিকরনের মাধ্যমে চিনি উৎপাদন করলে চিনিকল লাভজনক হবে।”

তিনি শনিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে লালপুরের আখ চাষী নেতা শহীদ কমরেড আব্দুস সালামের স্মরণ সভায় এ সব কথা বলেন। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড অধ্যক্ষ ইব্র্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড নুর আহমেদ বকুল, কেন্দ্রীয় নেতা কমরেড পিয়ারুল ইসলাম, কমরেড অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল,শহীদ কমরেড আব্দুস সালামের ছোট ভাই শ্রমিক নেতা আবুল কালাম আজাদ সহ নেতৃবৃন্দ।