নির্বাচিত খবরবিনোদন ক্যাটরিনাকে পাচ্ছেন বিজয়


রাপ্র ডেস্ক: ‘অর্জুন রেড্ডি’ খ্যাত সুপারস্টার বিজয় দেবরকোন্ডার বলি-ডেবিউ ছবি ‘লাইগার’-এর টিজার মুক্তি পেয়েছে। নায়কের ঝুলিতে রয়েছে দু-দুটো বড় বাজেটের দক্ষিণী ছবি। পরিচালক শিবা নির্ভানা এবং পরিচালক কোরাতালা সিভার। সূত্রের খবর, এই দুটি ছবির মধ্যে একটিতে বলিউডের নায়িকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে বিজয়কে।

 

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, “ক্যাটরিনা কাইফ একটি প্যান-ইন্ডিয়া ছবি মুক্তির পরিকল্পনা করছেন। দ্বিভাষিক ছবিতে তাকে রোম্যান্স করতে দেখা যাবে দক্ষিণী অভিনেতা বিজয়ের সঙ্গে।

বেশ বড় বাজেট নিয়ে হতে চলেছে এই ছবি। যদি এ খবর সত্যি হয়, তাহলে ক্যাটরিনা দক্ষিণীর দুই ‘বিজয়’-এর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। শ্রীরাম রাঘাবনের পরের ‘মেরি ক্রিসমাস;-এ বিজয় সেতুপথির সঙ্গে এই বছরে জুটি বাঁধবেন ক্যাটরিনা ।