নিয়ামতপুরে অস্ত্র-ধর্ষণসহ বিভিন্ন মামলার তিন আসামি গ্রেপ্তার


নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে অস্ত্র, ধর্ষণ ও অন্যান্য মামলায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে  উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে থানা তদন্ত কর্মকর্তা ফইম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় উপজেলা সদরের বালাহৈর গ্রামের কমলের ছেলে শ্রী দুলালকে(২০), ধর্ষণ মামলায় শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়া গ্রামের মৃত বাছের আলীর ছেলে একরামুল হক (৩৬) এবং নিয়মিত মামলায় পাঁড়ইল ইউনিয়নের মির্জাপুর গ্রামের আজাহার আলীকে গ্রেপ্তার করা হয়।
নিয়ামতপুর থানা তদন্ত কর্মকর্তা ফইম উদ্দিন বলেন, আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।