নিয়ামতপুরে আওয়ামীলীগের নয়া কমিটিকে সংবর্ধনা দিল প্রেসক্লাব


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের নয়া কমিটিকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব। রোববার প্রেসক্লাব প্রাঙ্গনে প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুর সভাপতিত্বে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের নয়া কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, ভাবিচা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, উৎপল কান্ত সরকার পিন্টু।

 

বক্তৃতায় নয়া কমিটির সভাপতি ও সম্পাদক তাদেরকে নির্বাচিত করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবকে তাদের বস্থুনিষ্ঠ সংবাদ প্রেরনের আহবান জানান। এছাড়াও প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নেরও আশ্বাস দেন।

 

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল ও নাদিরা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দাস, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামসহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।