নিয়ামতপুরে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে স্বল্প পরিসরে ও সামাজিক দুরত্ব বজায় রেখে আজ নিয়ামতপুর উপজেলায় আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এর পর কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপাতি ইশ্বর চন্দ্র বর্মন, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান নঈম, কৃষকলীগের সভাপতি অবিনাশ চন্দ্র মহন্ত, সেচ্ছাসেবক লীগের সভাপতি ও ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার, যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর প্রমূখ।