নিয়ামতপুরে উপজেলা প্রেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ


নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর পাড়ইল ইউনিয়নের বড়াইল মোড়ে ১শ জন শীতার্থ হতদরিদ্র পরিবারের মাঝে নিয়ামতপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার বিকাল ৪টায় বড়াইল মোড়ের ব্যাডমিন্টন মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা আদিবাসি সম্বনয় পরিষদের সভাপতি বিষদমনি টপ্য।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, পাড়ইল ইউনিয়ন আদিবাসি সম্বনয় পরিষদের সভাপতি সপন কুমার মাষ্টার, যুবলীগের সাবেক আহবায়ক সরকার সালেহ আহম্মেদ সজল, পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক বাবলু সরকার।

 

আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস.এম শাহ আলম, জামিনুর ইসলাম, রুহুল আমীন শেখ, রাসেল রানা, রঞ্জিত কুমার, রেজাউল করিমসহ সকল সাংবাদিক প্রমূখ।