নিয়ামতপুরে উপসর্গ ছাড়াই করোনা সনাক্ত ; জনমনে আতঙ্ক!


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে কোন রকম লক্ষন ছাড়াই ২জনের শরীরে করোনা সনাক্তে জনমনে আতঙ্ক। আক্রান্তদের দেহে এখন পর্যন্ত কোন রকম লক্ষন দৃশ্যমান না হওয়ায় এ নিয়ে আতঙ্ক বাড়ছে জনমনে।

উল্লেখ্য, নিয়ামতপুর উপজেলায় বুধবার তৃতীয় ডেউয়ের প্রথমবারের মত একদিনেই দুই জনের দেহে করোনার অস্তিত্ব মিললো।

এদের কারো দেহেই করোনার কোন লক্ষন ছিলনা, বর্তমানেও নেই। এ নিয়ে বর্তমানে নিয়ামতপুরে মোট সনাক্তের সংখ্যা দুইজনে দাঁড়ালো। এ তথ্যটি নিশ্চিত করেছেন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন। গত বুধবার সন্ধ্যার পূর্বে তিনি এ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন সনাক্তের দু’জন পুরুষই বিদেশ যাবেন বলে করোনা পরীক্ষা করেন। একজনের বয়স (৩১) গ্রাম লক্ষিপুর এবং অপরজনের বয়স (২৮) গ্রাম ভাদরন্ড।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন বলেন, গত ২৮মার্চ ৫জনের স্যামপুল পাঠানো হয়েছিলো এর মধ্যে এ দুজনের শরীরে করোনার অস্তিত পাওয়া গেছে । আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা গিয়েছিলেন তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে।

 

ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের লোকজনদের হোম কোয়ারিন্টিনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে এবং আক্রান্তরা সবাই সুস্থ্য রয়েছেন।