নিয়ামতপুরে ঘর পেলেন আরও ৫ পরিবার


নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘর পেলেন আরও ৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে প্রধামন্ত্রীর উদ্বোধনের পর ৫টি ঘর হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।
ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে ভার্চুয়ালী যুক্ত হয়ে দিকনির্দেশনা প্রদান করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, নাদিরা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভূমিহীন পরিবারের সদস্যরা।
 হস্তান্তরকৃত ৫ টি গৃহের মধ্যে ৪ জন পাঁড়ইল ইউনিয়ন ও ১ জন হাজিনগর ইউনিয়নের বাসিন্দা। উল্লেখ্য এর আগে প্রথম ধাপে ৭১ টি, দ্বিতীয় ধাপে ৭৫ টি, তৃতীয় ধাপে ৫৫ টি গৃহ হস্তান্তর করা হয়।