নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তাওফিক চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের সাবেক আহবায়ক মাহদি পায়েল।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহাম্মেদ, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক অজিত কুমার মুন্ডা, নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ।