নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে জমি-জমার বিরোধের জেরে মারপিট ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন ৭জন। এদের মধ্যে আমিনুল (৪০), জুয়েল (২৬), কাশেম (৪৫) ও মাবুদের (৬০) অবস্থা গুরতর হওয়ায় তাদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন নারী। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকালে উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর (চাঁনপাড়া) গ্রামে। এ ঘটনায় বাদী হয়ে শনিবার নিয়ামতপুর থানায় ৭ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন হামলার শিকার আনোয়ার হোসেন (৪৫) ।
অভিযুক্তরা হলেন,খাইরুল (৩৮), জিল্লুর রহমান বাবু (৩২), রফিকুল ইসলাম (৫৫), জিয়াউল হক (২৮), রানা বাবু (২০), রাসেল বাবু (২০), মঈনউদ্দীন (৬৫), শিউলী বেগম (৩৭), মনোয়ারা বেগম (৫০), নাসিমা খাতুন (২৫), মমতাজ বেগম (৩০) ও বুলবুল (৩৫)।
অভিযোগ সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে আনোয়ারে সাথে একই গ্রামের মৃত কছিমুদ্দীনের ছেলে খাইরুলের (৩৮) বসত ভিটার (১৪৫ নং খতিয়ানের ২৪৯ দাগের ১৭ শতক) জমিজমার বিরোধ চলে আসছিল।
বিরোধের জেরে ঘটনার দিন খাইরুলের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ১০/১২ জন অনাধিকার বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় আনোয়ারে পরিবারের উপর। এসময় তারা মারপিটসহ লুটপাটের ঘটনাও ঘটায়। ছিনিয়ে নেয় সোনার গহনাসহ নগদ টাকা।
এতে, রওশন আরা (৪৫), ফাতেমা ও পারুল বাধা দিতে গেলে তাদের ওপরও চড়াও হয় আক্রমনকারীরা। তাদের এলাপাথাড়ী মারপিটের গুরুতর আহত হন তারা। এসময় স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে নিয়ামতপুর স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।
সংঘর্ষের ঘটনায় ওসি হুমায়ুন কবীর জানান, থানায় অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।