নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ঝাড়ুয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২০২১ শিক্ষা বর্ষের সরকারের নির্দেশনা মোতাবেক ছাত্র ও ছাত্রীদের মাঝে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বই বিতরণ করা হয়েছে।
উক্ত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী নিয়ামতপুর কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলী বিএম মহিলা কলেজের অধ্যক্ষ এস এম শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে বলেন-শিক্ষাকে মানসম্মত করতে এবং শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রতিবছর বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। তিনি আরও বলেন-সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে শেখ হাসিনা সরকার পহেলা জানুয়ারি সারা বাংলাদেশে সকল ছাত্র,ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝাড়–য়াপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শামমুল আলম,সহকারী শিক্ষক আব্দুস সালাম, গালিব মাহমুদ, মামুনুর রশিদ সহ কমিটির সদস্য বৃন্দ প্রমুখ।