নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত কম্বল গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা তোহশীল অফিস প্রাঙ্গনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ইউএনও জয়া মারীয়া পেরেরা ও সংশ্লীষ্ট রসুলপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। নিয়ামতপুর উপজেলা প্রশাসন এ কম্বল বিতরণী সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে কম্বল বিতরণী সভায় ভিডিও কলে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।
সভায় অন্যান্যের মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভুমি) নীলুফা সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, প্রমূখ।
সভা শেষে অতিথিরা দামপুরা গুচ্ছগ্রামের ৫০টি পরিবারে সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।