নিয়ামতপুরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত


নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি: “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যেকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা চত্বরে আয়োজিত মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ । উদ্ভাবনী মেলার সভাপতিত্ব করেন ইউএনও ফারুক সুফিয়ান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন ও নাদিরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামসহ সকল কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদসহ সকল কর্মকর্তা  বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
 এর পর বিকাল ৩টায় উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরুোস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।