নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামে›টের (অনূর্ধ্ব ১৭) ফইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে নিয়ামতপুর মডেল সরকারী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ট্রাইবেকারের মাধ্যমে ৪-৩ গোলে বাহাদুরপুর ইউনিয়নকে হারিয়ে নিয়ামতপুর সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন বাহাদুরপুর ইউনিয়নের ডিফেন্ডার আকাশ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট বিবেচিত হন নিয়ামতপুর সদর ইউনিয়নের গোল কিপার স্বপন দাস।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএন জয়া মারীয়া পেরেরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এসময় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, নারী ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক।