নিয়ামতপুরে বজ্রপাতে নিহত পরিবার পেল আর্থিক সহযোগিতা


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: জমিতে কাজ করতে গিয়ে ও মাঠে গরু চরাতে গিয়ে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মহেশকুড়ি গ্রামের আজিজুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (২২) এবং চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া গ্রামের মৃত দিল মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৫৫) বজ্রপাতে নিহত হয়।

আজ বৃহস্পতিবার ১২টার দিকে নিহতের পরিবারকে দূর্যোগ ব্যবস্থাপনার সহযোগিতায় দুই পরিবারের সদস্যদের মাঝে ৪০ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ মৃত আসাদুল ইসলামের পিতা আজিজুল ইসলামের হাতে ও মৃত শহিদুল ইসলাম এর স্ত্রী গোলেনুরের হাতে ২০হাজার টাকা করে ৪০,০০০/ হাজার টাকার মানবিক সহায়তার চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারীয়া পেরেরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নইম, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমূখ।