নিয়ামতপুরে বিজয় দিবসের “ডে-নাইট” প্রীতি ক্রিকেট ম্যাচে উপজেলা প্রশাসন জয়ী


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নিয়ামতপুরে মহান বিজয় দিবস উপলক্ষে “ডে-নাইট” প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসন একাদ্বশ বনাম নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব একাদ্বশের মাঝে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা প্রশাসন একাদ্বশ ৫০ রানে উপজেলা প্রসক্লাবকে পরাজিত করে জয়ী হন। নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব “ডে-নাইট” এ প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে।

টসে জিতে উপজেলা প্রশাসন একাদ্বশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা ২৩৭ রানের বিশাল পাহাড় গড়েন। জবাবে ২৩৮ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে উপজেলা প্রেসক্লাব একাদ্বশ ১৮.৫ ওভারে সবকটি ইউেিকট হারিয়ে ১৮৭ রান করেন।

খেলায় ৫৭ রান সংগ্রহ ও ২টি উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ বিবেচিত হন উপজেলা প্রশাসন একাদ্বশের খেলোয়াড় ডাঃ প্রনব কুমার। খেলায় উপজেলা প্রশাসন একাদ্বশের পক্ষে দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম এবং উপজেলা প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু।