নিয়ামতপুরে ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও জাতীয় দৈনিক ভোরের দর্পনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত বুধবার সন্ধার পর নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়। 

 

নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা প্রেস ক্লাবে সভাপতি ও দৈনিক ভোরের দর্পন নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি শাহজাহান শাজুর সভাপতিত্বে আলোচনা সভায় সকল অতিথি বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার আরিফুজ্জামান, ব্যাবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক আসাউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী, সাবরেজিট্রার পরিতোষ কুমার অধিকারী, চাঁপাই নওয়াবগঞ্জ পল্লী বিদ্যুত জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার নাচোল গোলাম মর্তুজা।

 

এ ছাড়াও উপস্থিত ছিলেন ডিএসবি এসআই কোরবান আলী, এস আই ইব্রাহীম হোসেন, ডিএসবি আকরাম হোসেন, এস এম শাহ আলম, রুহুল আমীন শেখসহ উপজেলার সকল সংবাদকর্মী । সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া শেষে উপজেলা প্রেস ক্লাবে এক মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।