নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও বাঙ্গালী জাতির গৌরবের দিন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা ও অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ন কবীর।
জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দীনের সঞ্চালনায় সভায় ইউএনও’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন ও নাদিরা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
এছাড়াও সকালে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঈশ^র চন্দ্র বর্মন, সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সদর ইউনয়ন আওয়ামীগের সভাপতি বজলুর রহমান নইম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, প্রমূখ।