নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: রবিবার ১০টায় ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পন ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করেছে নিয়ামতপুর প্রেস ক্লাব।
নিয়ামতপুর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপদেষ্টা, নিয়ামতপুর প্রেস ক্লাব ফরিদ আহম্মেদ।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপদেষ্টা, নিয়ামতপুর প্রেস ক্লাব জয়া মারীয়া পেরেরা, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সদরইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিয়ামতপুর সরকারী কলেজ ও উপদেষ্টা, নিয়ামতপুর প্রেস ক্লাব মমতাজ উদ্দীন মন্ডল, অফিসার ইনচার্জ হুমায়ন কবীর, উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রেস ক্লাবের অন্যান্য সদস্য রেজাউল ইসলাম সেলিম, এস এম শাহ আলম, জামিনুর রহমান, রুহুল আমীন শেখ, নাজমুল হোসেন, আলমগীর মন্ডলসহ সকল সদস্যগন, মসজিদের ইমাম, সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।