নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে ব্যাটারী চালিত রিক্সার ধাক্কায় জুনাইদ নামের পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার নাচোল-আড্ডা সড়কের টগরইল গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত জুনাইদ উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা গ্রামের হাসানের ছেলে।
জানা যায়, মা লতিফার সাথে জুনাইদ দুই তিন দিন আগে নানাবাড়ী টগরইল গ্রামে অবস্থান করছিল। প্রত্যক্ষ্যদর্শীরা জানাই, ঘটনার দিন জুনাইদ সড়ক পারাপারের সময় একটি ব্যাটারী চালিত রিক্সা নিয়ন্ত্রন হারিয়ে শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ব্যাটারী চালিত রিক্সার ধাক্কায় শিশুটি সড়কে আছড়ে পড়ে এবং নাক মুখ দিয়ে রক্তক্ষরন শুরু হয়। স্থানীয়রা ছুটে এসে সংগে সংগে শিশুটিকে উদ্ধার করে পাশ্ববর্তী নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দীন ঘটনাটির সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে জানতে চাইলে ওসি হুমায়ন কবীর জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ পাননি তিনি।