নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান, পিএলবি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা আলহাজ মফিজুল ইসলাম ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)।
গুরুতর অসুস্থ্য হয়ে শুক্রবার সন্ধ্যার পূর্বে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখানে তাঁকে মৃত ঘোষনা করেন। দীর্ঘদিন থেকে তিনি বিভিন্ন দূরারোগ্য ব্যধিতে ভূগছিলেন।
মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। এসময় তিনি স্ত্রীসহ ১ মেয়ে ও অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ১১ টায় ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নের পিএলবি উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত এ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান ও নামাজে জানাজা শেষে পিরপুর গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
প্রয়াত মুক্তিযোদ্ধার নামাজে জানাযায় অংশ নেন উপজেলার সর্বস্তরের মানুষ। যানাজার পূর্বে মুঠোফোনে অডিও কনফারেন্স যুক্ত হয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রয়াত এ মুক্তিযোদ্ধার প্রতি সম্মান ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।