নেদারল্যান্ডসকে হেসেখেলে হারাল ভারত


ভারত ও নেদারল্যান্ডেসর ম্যাচ। ছবি : সংগৃহীত

লক্ষ্যটা কঠিন ছিল। জিততে হলে নেদারল্যান্ডসকে করতে হতো ১৮০ রান। এই রান তাড়ায় প্রতিরোধ তো দূরে লড়াইও জমাতে পারল না ডাচরা। ব্যাটে-বলের দাপটে নেদারল্যান্ডসকে হেসেখেলে হারাল ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৫৬ রানে হারিয়েছে ভারত। ৫১ রানের দারুণ ইনিংসে ম্যাচ জয়ের নায়ক যাদব।

সিডনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই মাঠেই বাংলাদেশের বিপক্ষে রানের ফুলঝুরি ছোটায় দক্ষিণ আফ্রিকা। ভারতও অব্যাহত রাখে সেটি। তিন হাফসেঞ্চুরিতে নেদারল্যান্ডসকে চ্যালেঞ্জ ১৮০ রানের জানায় ভারত। যা তাড়া করতে নেমে ১২৩ রানে থামে নেদারল্যান্ডস।

আজ বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ২০ ওভার শেষে মাত্র ২ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে ভারত।

এদিন তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় ভারত। ফন ম্যাকেরেনের বলে দলীয় ১১ রানে আউট হন লোকেশ রাহুল। এরপর রোহিত ও বিরাট কোহলি মিলে ইনিংস মেরামতের দায়িত্ব নেন। দেখেশুনে প্রথম দশ ওভার শেষ করে ভারত। দলীয় ৮৪ রানে ব্যক্তিগত ৫৩ (৩৯) রান করে আউট হন রোহিত।

এরপর সূর্যকুমার যাদব ও কোহলি মিলে রান বাড়ান। ৩৬০ ডিগ্রি ব্যাটিংয়ে সূর্যকুমার ঝড় তোলেন। ২৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি৷ টানা দ্বিতীয় ফিফটি তুলে ৪৪ বলে ৬২ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি।

নেদারল্যান্ডসের পক্ষে বল হাতে সমান একটি করে উইকেট নেন ম্যাকেরেন ও ক্লাসেন।