নৌকার বিদ্রোহী হয়ে বহিষ্কার আনোয়ার


নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আপনি মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখা, আসন্ন কমলগঞ্জ পৌরসভা মেয়র নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘিত ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি।

সেখানে আরও বলা হয়, এমতাবস্থায় গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নির্দেশে আপনাকে (মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মৌলভীবাজার জেলা শাখা) সংগঠন থেকে বহিষ্কার করা হইল।