নৌকায় ভোট চাইতে গিয়ে যুব মহিলালীগ ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণা চালানোর সময় জেলা যুব মহিলা লীগের নেতাকর্মী ও সাংবাদিকদের উপর সশন্ত্র হামলার প্রতিবাদে আড়ানী পৌরসভা আওয়ামী লীগ এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে।

 

শুক্রবার (৮ জানুয়ারী) রাত ৮ আটটার দিকে আড়ানী রেল স্টেশন রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, বাঘা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আড়ানী পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান, সদস্য বজলুর রহমান বজলু, বাঘা উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপ্পন, আড়ানী পৌর যুবলীগের সভাপতি জুয়েল, আড়ানী পৌর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন লতা, যুব মহিলা লীগ নেতা মেমরী, বাঘা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সন্ত্রাসী মুক্তার আলীর নিদের্শে নৌকার মেয়র প্রার্থী শাহীদের পক্ষে গণসংযোগ করতে গেলে যুব মহিলা লীগের নেতাকর্মী ও সাংবাদিকদের উপর ন্যাক্কাজনক হামলার নিন্দা জানান। অবিলম্বে মুক্তারসহ তাঁর সন্ত্রাসীবাহিনী আটক করে শাস্তির দাবি জানিয়েছেন তারা।