
বাদীর এজাহার সূত্রে জানা যায়, সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা দেড় টায় ভুক্তভোগী শিশু স্কুল থেকে ফেরার পথে কাওছার আলীর ঔষুধের দোকান ঘরের সামনে পৌছালে। তাকে চকলেটের লোভ দেখিয়ে তার দোকান ঘরে ডেকে নিয়ে যায় কাওছার আলী। দোকানের ভিতর থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেলে স্থানীয় লোকজন দোকানের সাটার খুলে দেখতে পারে শিশুটিকে উলঙ্গ করে অনৈতিক কাজ করছে তখন স্থানীয় লোকজন তাকে ধরে থানায় ফোন দেয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।