পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় শেখ কামাল ক্রিকেট একাডেমির বক্সনেট উদ্বোধন করেন, ৪৭ নওগাঁ ২ এম,পি শহিদুজ্জামান সরকার।
বৃহস্পতিবার ১১টায় শহিদুজ্জামান সরকার এম,পি অর্থায়নে ও পত্নীতলা উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বক্সনেটের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ, উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা (মুক্তা), নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোতাল্লেব (লাইফ), নজিপুর ফুটবল একাডেমীর কোচ, মোঃ আতোয়ার হোসেন (বাবুল), নজিপুর ক্রিকেট ক্লাবের কোচ মাহমুদ আলম (রুবেল) সহ নজিপুর ক্রিকেট ক্লাব এবং অন্কুর ক্রিকেট কোচিং এর সাবেক, বর্তমান এবং বিভিন্ন লীগ, টুর্নামেন্ট, সিরিজ ও ম্যাচে অংশগ্রহণকারী সকল ক্রিকেটারবৃন্দ।