
শনিবার সকাল ১০টায় জয়পুরহাট র্যাব-৫ সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৫-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম।
র্যাবের এই কর্মকর্তা জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পত্নীতলা থানাধীন ছাইতনলা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাহিন্দ্র ট্রাক্টর গাড়ি থামিয়ে তল্লাশীকালে ট্রাক্টরের ভিতরে অভিনব কায়দায় লুকিয়া রাখা ৭২০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার কছিম উদ্দিন টোলা গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী এবং চাপাইনবাবগঞ্জ জেলার গিধনীপাড়া গ্রামের মোন্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া।
এই মাদক সরবরাহকারী চক্রটি দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ এলাকা হতে হেরোইন সংগ্রহ করে নওগাঁ ও বগুড়ার সহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
এ পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।