পবায় ‘ক্যারাভান রোড শো’ এর উদ্বোধন


অজয় ঘোষ : ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ শ্লোগানে রাজশাহীর পবায় মুজিববর্ষে কভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ক্যারাভান রোড শো’ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে রাজশাহী পবা উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় পবা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি এহসান উদ্দিন শেখ, রাজশাহী নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।