ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা: মহামারি করোনাকালীন সময়ে পবিত্র ঈদুল ফিতরের আগে পাইকগাছার অসহায় ও হতদরিদ্র ১৩ হাজার ৬শ’ ৯০ পরিবার পাচ্ছে ৪৫০ টাকা হারে মোট ৬১,৬০,৫০০ টাকা সরকারি মানবিক সহায়তা।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ১ নং হরিঢালী ইউনিয়নে ১৩৮২ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ৬,২১,৯০০ টাকা। ২ নং কপিলমুনি ইউনিয়নে ১৯৪৮ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ৮,৭৬,৬০০ টাকা। ৩ নং লতা ইউনিয়নে ৬৪১ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে।
এ ইউনিয়নে মোট বরাদ্দ ২,৮৮,৪৫০ টাকা। ৪ নং দেলুটি ইউনিয়নে ৯১৮ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ৪,১৩১০০ টাকা। ৫ নং সোলাদানা ইউনিয়নে ১৩১৬ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ৫,৯২,২০০ টাকা। ৬ নং লস্কর ইউনিয়নে ১২০৮ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ৫,৪৩,৬০০ টাকা।
৭নং গদাইপুর ইউনিয়নে ১১৬১ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ৫,২২,৪৫০টাকা। ৮ নং রাড়ুলী ইউনিয়নে ১৫৪৩ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ৬,৯৪,৩৫০টাকা। ৯ নং চাঁদখালী ইউনিয়নে ২২২৭ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ১০,০২১৫০ টাকা।
১০ নং গড়ইখালী ইউনিয়নে ১৩৪৬ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহায়তা দেয়া হচ্ছে। এ ইউনিয়নে মোট বরাদ্দ ৬,০৫,৭০০ টাকা। পাইকগাছা পৌরসভার ৪৬২১ পরিবার কে ৪৫০ টাকা হারে ভিজিএফ এর সহয়তা দেয়া হচ্ছে। পৌরসভার মোট বরাদ্দ ২০,৭৯,৪৫০ টাকা।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, পৌরসভা সহ সকল ইউনিয়নের নামে বরাদ্দের চেক হস্তান্তর করা হয়েছে। আজ গড়ইখালী ইউনিয়নে ট্যাগ অফিসারের উপস্থিতিতে ভিজিএফ এর টাকা বিতরণ শুরু হয়েছে। আগামি কাল থেকে সব ইউনিয়নে বিতরণ করা হবে।
পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ এর টাকার চেক পেয়েছি। আগামি কাল সকাল থেকে বিতরণ করা হবে।