পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সাদা মনের মানুষ জিয়া’র গরীব-অসহায়দের মাঝে চাউল বিতরণ


ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অসহায়-গরীব মানুষদের মাঝে চাউল বিতরণ করলেন সাদা মনের মানুষ ও জিয়াউল হক সাধারণ পাঠাগারের স্বত্বাধিকারী সমাজসেবক জিয়াউল হক। মঙ্গলবার বিকেল ৪টার দিকে জিয়াউল হক সাধারণ পাঠাগার চত্বরে পবিত্র মাহে রমজানের সেহরী ও ইফতারের জন্য নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক হৃদয়বান ব্যক্তির দানের অংশ হিসেবে এ চাউল বিতরণ করেন জিয়াউল হক। উপজেলার ৩নং দলদলী ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে আসা গরীব-অসহায়দের মাঝে মোট ৬০ মন চাউল বিতরণ করা হয়।

 

এ সময় সাদা মনের মানুষ ও জিয়াউল হক সাধারণ পাঠাগার স্বত্বাধিকারী জিয়াউল হক নিজ তত্বাবধানে সর্বমোট ৭৫জন অসহায়-গরীবদের মাঝে এ চাউল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুশরীভূজা বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সহিদুল্লাহ্, সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ছবিক্যাপশন-ভোলাহাটে পবিত্র মাহে রমজানের সেহরী ও ইফতারের জন্য অসহায়-গরীবদের মাঝে চাউল বিতরণ করছেন, সাদা মনের মানুষ ও জিয়াউল হক সাধারণ পাঠাগারের স্বত্বাধিকারী জিয়াউল হক ও অন্যরা।