মোঃ মঈন চিশতী, দিনাজপুর: দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে দিনাজপুরসহ মুসলিম জনগোষ্ঠীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি সিয়াম সাধনার এ মাসে সকল মুসলিম জাতির সুখ ও শান্তি কামনা করে বলেন, সবর, ধৈর্য, ত্যাগ, তিতিক্ষা ও সংযম সাধনের মাস রমজান।
যার প্রতিদান হচ্ছে জান্নাত। ইসলাম ও মুসলিম উন্মাহর জন্য এ মাস অপরিসীম, গুরুত্ব ও তাৎপর্যের অধিকারী।
রোযা রাখা সৃষ্টিকর্তার প্রতি ভক্তি নিবেদনের সময়। মানুষের প্রতি শান্তি, ন্যায়বিচার, সমতা ও সমবেদনার অঙ্গীকার উদযাপনের সময়। তিনি আরও বলেন, পবিত্র এই রমজান মাসেই মহান আল্লাহতালার কাছে দোয়া করি মহামারী এই করোনা ভাইরাস থেকে সারাবিশ্বসহ দেশবাসীকে মুক্ত করেন। রমজানুল মোবারক।