পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার সোলাদানা ইউনিয়নে পূর্ব দীঘা গ্রামে রাস্তার মাটির কাজের উদ্ধোধন করা হয়েছে। সোমবার সকালে চেয়ারম্যান এনামুল হক এ কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন কিছু লোক গেটের পাট তুলে কৃতিম জুয়ার সৃষ্টি করে এলাকার রাস্থাঘাট তলিয়ে দেয়। সে কারনে দীঘা গ্রামের কল্লোল মন্ডল, প্রনব মন্ডল, দেবজ্যোতি সানা, চিত্তরঞ্জন কবিরাজ, জীবানন্দ সানা ও ব্রজেন সরকার আমার কাছে প্রতিকার ও রাস্থা উচু করার জন্য একটি আবেদন পত্র দাখিল করে।
সে কারনে আমি ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ঘটনার স্থলে ছুটে এসে বিষয়টি অবগত হই। তিনি আরো বলেন সাধারণ মানুষের কথা চিন্তা করে তাৎক্ষনিক ভাবে উক্ত রাস্তা সংস্কারের কাজ উদ্ভোধন করা হয়েছে।
এ সময় সাধারন মানুষ চেয়ারম্যান এনামুল হককে দীর্ঘায়ু কামনা করে সাধুবাদ জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার,আবু সাঈদ মোল্যা, রাজেশ কুমার মন্ডল, কল্লোল, প্রনব, দেবু সহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।