পাইকগাছার হিতামপুরস্থ আকলিমা খাতুন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন করেন- জনপ্রশাসন সচিব


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলার হিতামপুরস্থ আকলিমা খাতুন টক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। তিনি বুধবার দুপুরে উপজেলার হিতামপুরস্থ আকলিমা খাতুন টক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের নির্ধারিত জায়গা পরিদর্শনকালে বলেন, সারাদেশে এ ধরণের ২৫টি ভোকেশনাল ইনস্টিটিউট করছে সরকার।

 

উপজেলার বোয়ালিয়া-হিমাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ১.২০ একর জমির ওপর জনপ্রশাসন সচিব এর মায়ের নামেই ইনস্টিটিউটটি করা হচ্ছে । ২৫ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে ইনস্টিটিউট এর ৪ তলা বিশিষ্ট মূল ভবন। এখানে প্রতিবছর ৩শ ছাত্র-ছাত্রী লেখাপড়ার সুযোগ পাবে। এখান থেকে লেখাপড়া শেষ করে ছেলে-মেয়েরা বিভিন্ন ফ্যাক্টরিতে এবং দেশের বাইরে কাজ করার সুযোগ পাবে।

 

এ ছাড়াও এখানকার ছেলে-মেয়েরা উচ্চ শিক্ষাও গ্রহণ করতে পারবে। ইনস্টিটিউটটি করতে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সচিব ইউসুফ হারুন। এর আগে তিনি সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সরকারি কর্মকর্তা সহ এলাকার সুধীজনদের সাথে মতবিনিময় করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাতুল আলম, প্রকৌশলী হাফিজুর রহমান খান, মসিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, শেখ ফারুক আহম্মদ, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার প্রমুখ ।