পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, ওসি এজাজ শফী, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন,কওসার আলী জোয়ারদার,রিপন কুমার মন্ডল, রুহুল আমিনসহ আইনশৃংখলা কমিটির সদস্য বৃন্দ।