পাইকগাছায় আরআরএফ-এর উপকারভোগী পরিবারের কৃতি সন্তা নদের মধ্য শিক্ষাবৃত্তি প্রদান


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় উপকারভোগী সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে আরআরএফ-এর শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গদাইপুরস্থ আরআরএফ কার্যালয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর সহযোগিতায় ৫ জনের মাঝে প্রত্যকের ১২হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

চুকনগর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, আরআরএফ খুলনা জোনের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

উপস্তিত ছিলেন, গদাইপুর শাখা ব্যবস্থাপক মনি শংকর মন্ডল, শেখ আরিফুর রহমান, সমৃদ্ধি কর্মসূচি ও এমআইএস কর্মকর্তা উজ্জ্বল কুমার মল্লিক প্রমুখ।