পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় আরআরএফ-এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ-এর অর্থায়নে বিনামূল্যে বিশেষ চক্ষু ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নতুন বাজারস্থ আরআরএফ-এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক জুবায়ের রিয়েল ও ডাঃ আসিফ হাসান ৩১৫জনকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন।
এর মধ্যে ৪৬জনকে ছানি অপারেশন সহ চশমা প্রদান করা হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, শাখা ব্যবস্থাপক শেখ আরিফুর রহমান, স্বাস্থ্য কর্মী নাজিরুন আক্তার ও নাজরিন নাহার।