পাইকগাছায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কাটার মধ্য দিয়ে পাইকগাছায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে দলীয় কার্যালয়ে ছাত্রলীগের জেলা সদস্য পার্থ প্রতীম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬ সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু।

 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আনিছুর রহমান মুক্ত, মাসুদুর রহমান মানিক, শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, নির্মল চন্দ্র অধিকারী ও আজিজুল হাকিম পুলিশিং কমিটির সভাপতি দাউদ শরিফ প্রমুখ।