পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় পরিবহন ম্যনেজার, ড্রাইভার, ও শ্রমিক দের সাথে আইনশৃংলা বিষয় মত বিনিময় সভা করেছেন পাইকগাছা থানা অফিসার ইনচার্জ এজাজ শফী। বৃহষ্পতি বার সকাল ১১ টায় পরিবহন কাউন্টার চত্বরে এ মত বিনিময় সভায় ওসি এজাজ শফী সকল শ্রমিকদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
ঢাকা থেকে পাইকগাছা অভিমুখে ছেড়ে আসা পরিবহন উপজেলা প্রবেশের আগেই পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে গন্তব্য স্থানে পরিবহন গুলো পৌছায় দিবে। তাহলে ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড কমে যাবে।