পাইকগাছা( খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বহু অপকর্মের হোতা, অসামাজিক, অভদ্র, উশৃংখল পুত্র মশিউর রহমান নামে এক পুত্রের বিরুদ্ধে উপজেলার কালুয়া গ্রামের মোঃ কামরুল ইসলাম পাইকগাছা প্রেস ক্লাবে হাজির হয়ে সংবাদ সম্মেলেন করেছেন।
লিখিত বক্তব্যে কামরুল ইসলাম বলেন, এলাকাবাসী ও প্রশাসনকে অবগত করছি যে আমার দু’সন্তানের মধ্যে ছোট পুত্র মশিউর রহমান বহু অপকর্ম, কু- কর্ম,অসামাজিক কার্যকলাপ, উচ্ছশৃঙ্খল জীবন যাপন করছে। তার কারণে পরিবার অন্য সদস্য সহ আত্মীয় স্বজন হেয় প্রতিপন্ন হচ্ছে প্রতিনিয়ত।
তার কর্যকলাপের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার পরিবার। ছেলে মশিউর কে বিভিন্ন ভাবে বুঝিয়েও তাকে উচ্ছশৃঙ্খল জীবনযাপন থেকে ফেরানো যাচ্ছে না। তার মত সে উল্লেক্ষত কর্যকলাপ চালিয়ে যাচ্ছে।
কামরুল ইসলাম আরো বলেন, আমি আমার পরিবারের অন্য সদস্য, আত্মীয় স্বজন, গণ্যমান্য বক্তিদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন যে, আজকের পর থেকে তার ছেলের কোন অপকর্মের কোন দ্বায়ভার সে এবং তার পরিবার ও আত্মীয় স্বজন কেউ নিবেনা। কোন অপকর্ম করিলে সে তার নিজে দ্বায়ভার করিবে।
তিনি এলাকাবাসী ও প্রশাসনের অবগতির জন্য আজ পাইকগাছা প্রেস ক্লাবে হাজির হয়ে সংবাদ সম্মেলন করেন।